অভিযানের খবর পেয়ে পালাল ৮ হাজার মিটার জাল ফেলে

হালদা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অভিযান চালিয়ে ঘেরা জাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে কোথাও নেই করোনার বিষ

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে অবৈধ মৎস আহরণকারীরা জাল ও মাছ ধরার সরঞ্জাম ফেলে চলে যায়। পরে ৮ হাজার মিটার ঘেরা জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করি।

তিনি আরও জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষার্থে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এএইচ/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!