চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি—সভাপতিতে নতুন মুখ, সম্পাদকে হ্যাটট্রিক

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নতুন মুখ এসেছে। বীর মুক্তিযোদ্ধা আবু মো. হাশেম সভাপতি নির্বাচিত হয়েছেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক জয় পেয়েছেন এএইচএম জিয়াউদ্দিন। তাঁরা দুজনই সমন্বয় পরিষদের প্যানেলে নির্বাচন করেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪ হাজার ১৯৩ জন সদস্য ভোট দেন। গভীর রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

এতে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা আবু মো. হাশেম পান ২ হাজার ৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের নাজিম উদ্দিন চৌধুরী পান ২ হাজার ৫৮ ভোট ।

আরও পড়ুন : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জেলা আইনজীবী সমিতির সাবেক ছাত্রনেতারা

সাধারণ সম্পাদক পদে এএইচএম জিয়াউদ্দিন পান ১ হাজার ৯৫৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আবদুস সাত্তার সরওয়ার ১ হাজার ৬২৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কিশোর কুমার দাশ ৫৬২ ভোট পান। এ নিয়ে টানা তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. শফিক উল্লাহ ২ হাজার ২৫৮ ভোট, সহসভাপতি পদে সমন্বয়ের মো. আজিজুদ্দিন হায়দার ২ হাজার ২৬১ ভোট, সহসাধারণ সম্পাদক পদে ঐক্যের এরশাদুর রহমান রিটু ২ হাজার ৫৪৭ ভোট, অর্থ সম্পাদক পদে সমন্বয়ের সালাউদ্দিন মনসুর রিমু ২ হাজার ৬৭৪ ভোট, পাঠাগার সম্পাদক পদে সমন্বয়ের মো. জাহিদুল ইসলাম চৌধুরী ২ হাজার ৪০৪ ভোট, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্যের লাইলা নুর ২ হাজার ১৫৬ ভোট, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয়ের মো. মেজবাহ উদ্দিন ২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হন।

সদস্য পদে জয় পেয়েছেন সমন্বয়ের এএনএম রুকনুজ্জামান মুন্না, শ্যামল চৌধুরী, সেলিনা আকতার ও মো. খোরশেদ কামাল এবং ঐক্য পরিষদের মো. আব্দুল্লাহ আল মামুন, আইনুল কামাল, বিলকিছ আরা মিতু, মিনহাজ উদ্দিন, মো. তোহিদুল বারি চৌধুরী ও তৌহিদুল ইসলাম।

এদিকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ। সিনিয়র সহসভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত ঐক্য পরিষদ জয় পেয়েছে।

নির্বাচনে এবার ১৯ পদে প্রার্থী ছিলেন ৩৯ জন। ভোটার ছিলেন সাড়ে ৫ হাজার। তবে ভোট দেন ৪ হাজার ১৯৩ জন।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!