চট্টগ্রামে হঠাৎ ভূমিকম্প

চট্টগ্রামে হঠাৎ মৃদু ভূমকম্পন অনুভূত হয়েছে। এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১ মে) রাত ৯ টা ১৫ মিনিটের দিকে এই মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৪।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের গোহাটিতে। তবে এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: তিনদিনের ব্যবধানে ৩ ভূমিকম্পে চট্টগ্রামে শঙ্কা

এর আগে ২৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে রিখটার স্কেল ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে চট্টগ্রাম।

এর আগে ২৭ নভেম্বর (শনিবার) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৭ মিনিটের দিকে রিখটার স্কেল ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প চট্টগ্রামে আঘাত হানে।

২৬ নভেম্বর (শুক্রবার) ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথমবার আঘাত হানে ভূমিকম্প। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের কারণে নগরের হালিশহর ও চকবাজারে হেলে পড়ে দুটি ভবন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!