চট্টগ্রামে র‌্যাব পরিচয়ে ডিভোর্সি নারীর টাকা হাতিয়ে নেন যুবক

র‌্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে মো. আমান উল্লাহ মানিক (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ভূজপুর থানার কাজীর টিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার।

গ্রেপ্তার মো. আমান উল্লাহ ভুজপুর থানার পশ্চিম সিংহরিয়া দক্ষিণ ভূইয়াবাড়ি ইউনিয়নের আবুল কালামের ছেলে।

জানা যায়, তালাকপ্রাপ্ত এক নারী স্বামীর বিরুদ্ধে করা নারী ও শিশু নির্যাতন মামলা চালাতে গিয়ে ১২ সেপ্টেম্বর আদালত এলাকায় আমানের সঙ্গে পরিচয় হয়। এ সময় আমান নিজেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে নারীর স্বামীকে গ্রেপ্তার ও মামলায় সহায়তার কথা বলে প্রথমে সাড়ে ৩৭ হাজার টাকা হাতিয়ে নেন। পরে ওই নারীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে আরো ২০ হাজার টকা দাবি করেন।

পরে ভুক্তভোগী নারীর অভিযোগ করলে চট্টগ্রামের ভূজপুর থানার কাজীর টিলা এলাকায় অভিযান চালিয়ে আমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!