চট্টগ্রামে বন্ধু মিডিয়া ফোরামের সভা

জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগী চট্টগ্রাম বিভাগীয় বন্ধু মিডিয়া ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) নগরের স্টেশন রোডের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য।

বন্ধুর পরিচালক মশিউর রহমানের সঞ্চালনায় এতে সাংবাদিকদেন মধ্যে বক্তব্য রাখেন আল রাহমান, নুপুর দেব, বিশ্বজিত পাল, রতন বড়ুয়া, সোহেল মারমা, সুবল বড়ুয়া, রুমন ভট্টাচার্য, দেবজ্যোতি দেবু, মনিরুল ইসলাম মুন্না, শরীফুল ইসলাম, এমএ হান্নান কাজল, রাজু বড়ুয়া এবং বন্ধুর কর্মকর্তা শ্যামল নাথ।

সভায় মশিউর রহমান হিজড়া ও ট্রান্সজেন্ডারের জীবনমান উন্নয়নে বন্ধু মিডিয়া ফোরামের ভূমিকার বিষয় তুলে ধরেন বলেন, এসব জনগোষ্ঠীকে মূলধারায় আনতে মিডিয়া ফোরামের সদস্যরা কার্যকর পদক্ষেপ নিতে পারে। সাংবাদিকদের কলমে তুলে আনতে পারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বঞ্চনা ও অধিকারের চিত্র। সাংবাদিকরা হিজড়াসহ বিভিন্ন লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর অধিকারের কথা বলতে পারে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!