চট্টগ্রামে পশুর হাটের কোটি টাকা বকেয়া আদায়, ৪ জনকে জরিমানা

নগরে অবৈধ কোরবানির পশুর হাট বসানোর অপরাধে ৪ ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে নগরের হালিশহর দক্ষিণ কাট্টলি, গলিচিপাপাড়া ও সাগরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: চট্টগ্রামে কোরবানির পশুর হাটে মানতে হবে ২১ নির্দেশনা

এদিকে অপর এক অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এসময় সাগরিকা পশুর হাটে বিগত বছরের বকেয়া ২ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকা ও ধনিয়াপাড়া পশুর হাটের বকেয়া ৫০ লাখ টাকা ইজারাদারদের কাছ থেকে আদায় করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

এএইচ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!