চট্টগ্রামে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

বৃষ্টির শঙ্কায় ভুগছে চট্টগ্রাম। অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে চট্টগ্রামের একাধিক স্থানে।

শুক্রবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এমনই শঙ্কার কথা।

এদিকে আগামীকাল (৩০ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বেড়ে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে বেশি ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। ঢাকায় হয়েছে ২ মিলিমিটার বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৩০ মার্চ) চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!