চট্টগ্রামে জামিন নিয়ে পালিয়ে যাওয়া ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

নগরের বাকলিয়ায় ২০০ পিস ইয়াবা উদ্ধারে করা মামলায় মো. আব্দুল্লাহকে (৪৫) পাঁচ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে পলাতক আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। জামিনে গিয়ে পলাতক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।

দণ্ডিত আব্দুল্লাহ কক্সবাজারের টেকনাফ থানার সিকদারা মন্টুখর এলাকার আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুন : জামিনের পর লাপাত্তা ২ মাদক কারবারির যাবজ্জীবন দণ্ড

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আলোকিত চট্টগ্রামকে বলেন, একদশক আগের মাদক মামলায় আসামি মো. আবদুল্লাহকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ এপ্রিল নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার বিপরীত পাশে আল মদিনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন এসআই মো. আব্দুল করিম বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। মামলায় আজ (সোমবার) পলাতক আসামি আব্দুল্লাহর সাজা ঘোষণা করা হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!