চট্টগ্রামে করোনা : ৬ দিন পর ফের আহাজারি

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে শনাক্ত উঠা-নামা করলেও মৃত্যু হয়নি কোনো করোনা রোগীর। কিন্তু ৬ দিন পর ফের চট্টগ্রামে শোনা গেছে আহাজারি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মারা গেছেন উপজেলার এক বাসিন্দা। এদিন শনাক্ত হয়েছে ৩৯৭ জন। যার ২৬৩ জন নগর ও ১৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ১২.২৫ শতাংশ।

আগের দিন শনাক্ত হয়েছিল ৫৩০ জন। শনাক্তের হার ছিল ১২.৮৪ শতাংশ।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে আবার বাড়ল শনাক্ত

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪ ল্যাবে ৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে শেভরনে ৪৯৯ নমুনায় ৫০ জন, বিআইটিআইডিতে ৪৪৮ নমুনায় ৮৮ জন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২৩ নমুনায় ৫৪ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩২৪ নমুনায় ৩২ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১৭ নমুনায় ১৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৪৮ নমুনায় ৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২৩৩ নমুনায় ৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২০১ নমুনায় ৪৮ জন, ইপিক হেলথ কেয়ারে ১৫৪ নমুনায় ২০ জন, এন্টিজেন টেস্টে ১২৬ নমুনায় ২৪ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৫৪ নমুনায় ৪ জন, আরটিআরএলে ২১ নমুনায় ৫ জন এবং ল্যাবএইডে ৪ নমুনায় ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজার মেডিকেল কলেজে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে সুনামি গতির করোনা হঠাৎ দুর্বল

উপজেলার মধ্যে মিরসরাই ৩১ জন, রাউজান ২৩ জন, সীতাকুণ্ড ১৫ জন, ফটিকছড়ি ১২ জন, হাটহাজারী ১১ জন, লোহাগাড়া ৮ জন, পটিয়া ৮ জন, বোয়ালখালী ৭ জন, আনোয়ারা ৭ জন, সাতকানিয়ায় ৫ জন, চন্দনাইশ ৫ জন, রাঙ্গুনিয়ায় ৫ জন, বাঁশখালী ৪ জন এবং সন্দ্বীপে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

নগরে ৯০ হাজার ২৫৫ জন এবং উপজেলায় ৩৩ হাজার ৭১৮ জনসহ মোট শনাক্ত ১ লাখ ২৩ হাজার ৯৭৩ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৬০। যার ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!