চট্টগ্রামে এবার ধরা খেল মিষ্টিমুখ—হোটেল জামান

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ব্যবসা পরিচালনার দায়ে চট্টগ্রামের দুই নামিদামি খাবার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে মিষ্টিমুখকে ৩ লাখ টাকা এবং জামান হোটেল রেস্টুরেন্ট ও বিরানী হাউজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ এপ্রিল) সকালে চকবাজারে এ অভিযান চালান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: চসিকের অভিযানে এবার ধরা খেল আওসাফ অয়েল—হোটেল ডিলাইট

চসিক জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ব্যবসা চালানোয় চকবাজার লালচান্দ রোড এলাকার মিষ্টিমুখকে ৩ লাখ এবং কাপাসগোলা এলাকার জামান হোটেল রেস্টুরেন্ট ও বিরানী হাউজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযান চালান। অভিযানে ট্রেড সাইসেন্স ছাড়া ব্যবসা চালানোয় এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং চসিক স্যানিটারি পরিদর্শকের মামলায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!