চট্টগ্রামে ইয়াবা বেচতে এসে গোয়েন্দা জালে ২ যুবক

নগরে ৪ হাজার ২১৫ পিস ইয়াবাসহ দুযুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা উত্তর-দক্ষিণ বিভাগ (ডিবি)।

রোববার (১৭ সেপ্টেম্বর) নগরের চান্দগাঁও ও বায়েজিদ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এসময় একজন কৌশলে পালিয়ে যায়।

আটকরা হলেন- মো.আলী (৩৩) ও মো. তহিদুল আলম (৩৩)। তাদর বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উত্তর-দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

আরও পড়ুন : প্রাইভেট কারে ইয়াবা বেচাকেনা, পুলিশের জালে ধরা পড়ল যুবক

ডিবি জানায়, রোববার চান্দগাঁও থানার এক কিলোমিটার সংলগ্ন সৌদিয়া বাস কাউন্টারের সামনে থেকে ১ হাজার ৭১৫ পিস ইয়াবাসহ মো. আলীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে বায়েজিদ বোস্তামী থানার বটতল খলিল শাহ মাজারের পাশে মো. শফির ঘর থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. তহিদুল আলমকে আটক করা হয়।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, আটকরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে। পরে বিভিন্ন কৌশলে ইয়াবাগুলো শহরে এনে বেশি দামে খুচরায় বিক্রি করে। মূলত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল।

উপপুলিশ কমিশনার আরও বলেন, আটকদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক আইনে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!