পূজামণ্ডপে পবিত্র কোরআন—কক্সবাজারে আটক কুমিল্লার সেই ইকবাল

কুমিল্লার নানুয়াদীঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত ইকবালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সমুদ্রসৈকত এলাকা থেকে ইকবাল হোসেনকে আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

তিনি বলেন, আটকের পরপরই তাকে কুমিল্লার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন ইকবাল হোসেন 

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়াদীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপর পবিত্র কোরআন অবমাননার জেরে ওইদিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা চালানো হয়।  পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। এছাড়া রংপুরের পীরগঞ্জে হিন্দু জেলেপল্লীর ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটকও করেছে। এরপর পুলিশ পূজামণ্ডপের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ইকবাল হোসেনকে শনাক্ত করে।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!