কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন ইকবাল হোসেন

কুমিল্লার নানুয়ারদীঘি এলাকার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন ইকবাল হোসেন নামের এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।

আরও পড়ুন : ‘কাঁদছে হিন্দুরা’ চট্টগ্রাম—সিলেট থেকে কুমিল্লা—কুড়িগ্রামে সাম্প্রদায়িক হামলা

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজায় গত ১৩ অক্টোবর পবিত্র কোরআন অবমাননার জের ধরে কুমিল্লার নানুয়াদীঘি এলাকার পূজামণ্ডপে হামলা চালানো হয়। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় পূজা চলাকালীন হামলা চালানোর পাশাপাশি মূর্তিও ভাঙা হয়। হামলায় মৃত্যুর ঘটনাও ঘটে।

এছাড়া অবমাননার জের ধরে জ্বালিয়ে দেওয়া হয় হিন্দুদের বাড়িঘর এবং ভাঙচুর করা হয় ব্যবসা প্রতিষ্ঠানও। তবে দেশের বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!