কিশোর গ্যাংয়ের ৩ জনের কাছে ২৫ দেশি অস্ত্র!

নগরের বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) বায়েজিদের আতুরার ডিপোর আমিন কলোনী রেল বিট এবং শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রামদা, ছুরি ও কিরিচসহ ২৫টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভয়ঙ্কর কিশোর গ্যাং—চাঁদা নিতে গিয়ে ধরা খেল ৫ কিশোর

আটক তিনজন হলেন— আলামিন (১৬), মো. জিহাদ (১৬) ও আকাশ (১৭)।

অভিযান পরিচালনাকারী বায়েজিদ থানার এসআই মেহের অসীম দাশ আলোকিত চট্টগ্রামকে বলেন, সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রামদা, ছুরি ও কিরিচসহ ২৫টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক তিনজনের মধ্যে আকাশের বিরুদ্ধে এর আগেও মামলা ছিল। তাদের তিনজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কারাবন্দী কিশোর গ্যাং লিডার টিনু কাউন্সিলর—ইসির শঙ্কাপ্রকাশ

প্রসঙ্গত, সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে বায়েজিদ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!