কারাগারে কাউন্সিলর টিনু

মেহেদি হাসান রাকিব নামে এক যুবককে অপহরণের পর মারধরের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে।

মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন।  এর আগে  আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন টিনু। কিন্তু জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরও পড়ুন : চকবাজারের কাউন্সিলর ‘সেই টিনু’ ছাড়া পেলেন জেল থেকে 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি রাতে মেহেদি হাসান রাকিবকে ফোনকলে হুমকি দেওয়ার ১০ মিনিটের মাথায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের একটি দোকান থেকে তুলে নিয়ে যায় কাউন্সিলর টিনুর লোকজন। এরপর তাকে কাউন্সিলর কার্যালয়ে নিয়ে মারধর করেন টিনু। মারধরের পর মেহেদীকে আবার চমেক হাসপাতালের সামনে ছেড়ে দেয় তার কর্মীরা। এ ঘটনায় টিনু ও মেহেদীর কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়।

এদিকে ওইদিনের ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন ভুক্তভোগী মেহেদী।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!