করোনা : স্কুল-কলেজ খুললেও ক্লাস হবে সপ্তাহে ১ দিন

করোনার এই সময়ে স্কুল-কলেজ খুললে ক্লাস নেওয়া হবে সপ্তাহে একদিন। এ কথা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধনের পর তিনি এ তথ্য দেন।

আরও পড়ুন: স্কুল—কলেজ খুলছে ১২ সেপ্টেম্বর থেকেই

উপমন্ত্রী বলেন, করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও তা যথেষ্ট নয়। তাই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনাও আছে।

নওফেল আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের জরুরিসেবা চালু হয়েছে। এতে এক ছাদের নিচে সব জরুরিসেবা মিলবে। রোগীরা এখানেই পাবেন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা। এতে বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ কমবে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনিতেও শুক্রের ‘সুখবর’

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেক অধ্যক্ষ ডা. শাহানা আক্তার ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!