এবার আফগান দলের দায়িত্ব অ্যান্ডি ফ্লাওয়ারের কাঁধে

আফগান ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের ক্রিকেট বোর্ড (এসিবি) সাবেক এ জিম্বাবুয়ে তারকাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিল।

এদিকে অ্যান্ডি ফ্লাওয়ারকে পেয়ে উচ্ছ্বসিত এসিবি চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘অ্যান্ডি ফ্লাওয়ারকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি আমাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আছে তাঁর। আসন্ন বিশ্বকাপে আমাদের দলের জন্য তাঁর এ অভিজ্ঞতা আমাদের উপকারে আসবে।’

আরও পড়ুন : আগের বিয়েই বৈধ, ক্রিকেটার নাসির—তামিমার বিয়ে অবৈধ

বর্তমানে আফগানিস্তান মানে নানা সমস্যায় জর্জরিত টালমাটাল একটা দেশ। এরমধ্যে তাদের ক্রিকেটের অবস্থাও নাজুক। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত হয়তো ‘টনিক’ হিসেবে কাজ করবে রশিদ-নজিবুল্লাহদের জন্য।

অ্যান্ডির কোচিং খাতায় বিশ্বকাপ জয়ের রেকর্ডও আছে। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন তিনি। এরমধ্যে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতিয়েছিলেন ‘থ্রি লায়ন্সদের’। এবার তার মিশন শুরু হবে আফগান ক্রিকেটারদের নিয়ে।

অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৬৩ টেস্ট ও ২১৩ ওয়ানডে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!