উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে রাতের অভিযানে ৫ ডাকাত আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করে। উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের ৭নং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের পাহাড়ের নিচে একটি পরিত্যক্ত ঘরে এ অভিযান চালানো হয়।

আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন- ২০ নং ক্যাম্পের ২১/এম ব্লকের মো. আইয়ুবের ছেলে মো. আরাফাত উল্লাহ (২৫), একই ক্যাম্পের মো. আয়ুবের ছেলে মো. জোবায়ের (৩১), রেজিস্টার ক্যাম্পের এফ ব্লকের নূর কবিরের ছেলে নূরুল হাকিম প্রকাশ কালা পূতিয়া (১৯), ৭নং ক্যাম্পের ৫/এ ব্লকের আলী হোসেনের ছেলে আয়াত উল্লাহ (১৯) ও ৪ নং ক্যাম্পের ১১/এফ ব্লকের সুলতান আহমদের ছেলে সাবুল হক (৪৭)।

আরও পড়ুন: রোহিঙ্গা শিবিরে আবার আগুন, এবার পুড়ল ২৯ ঘর

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৭নং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে অস্ত্রসজ্জিত কয়েকজন সন্ত্রাসী ডাকাতির জন্য জড়ো হয়েছে। তৎক্ষণাৎ নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে অপারেশন অফিসার মো. আব্দুর রাজ্জাকসহ একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

ঘটনাস্থলে পৌঁছামাত্র আসামিরা পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরও জানান, আটক ৫ রোহিঙ্গা তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। তারা সংঘবদ্ধ হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বলরাম/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!