রোহিঙ্গা শিবিরে আবার আগুন, এবার পুড়ল ২৯ ঘর

আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উখিয়ায় রোহিঙ্গা শিবিরে।

সোমবার (১৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ইরানি পাহাড় ৫ নম্বর শিবিরে এ দুর্ঘটনা ঘটে। এতে রোহিঙ্গাদের ২৯টি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : প্রাণে বাঁচলেও মুহূর্তের আগুনে সব হারাল দুই ভাই

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্বেচ্ছাসেবকেরা আগুন নিয়ন্ত্রণে আনে।

১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গভীর রাতে ইরানি পাহাড় ৫ নম্বর শিবিরের একটি ব্লকে আগুন ধরে। এ সময় আগুন কয়েকটি ব্লকে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : কর্ণেলহাটের আগুনে নিভে গেল ২ প্রাণ

১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক বলেন, ক্ষতিগ্রস্তদের শিবিরের বিভিন্ন লার্নিং সেন্টার ও মাদ্রাসায় নিয়ে রাখা হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এর আগে গত ৯ জানুয়ারি বিকালে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬০০ ঘর পুড়ে যায়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!