রেয়াজউদ্দিন বাজারে ট্রাউজার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন ৪ যুবক

নগরে দুই হাজার ইয়াবাসহ চার যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদে নগরের রেয়াজউদ্দিন বাজারের এসকে সুপার কমপ্লেক্সের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সাজ্জাদ (২৪), মো. জোবায়েদুল (২৬), মো. ইমাম হোসেন (৩৩) ও মো. রবিউল ফারুক (৩৪)। পুলিশ জানিয়েছে, আটকরা ট্রাউজার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন।

আরও পড়ুন: প্যানেল চেয়ারম্যানের আড়ালে ইয়াবার ব্যবসা করেন সোনা মিয়া, ‘বড়’ চালানসহ ধরা

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদে শনিবার রাত সাড়ে ১১টার দিকে রেয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করে দুই হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এদের মধ্যে মো. ইমাম হোসেন এসকে সুপার কমপ্লেক্সে আল মক্কা গার্মেন্টস নামক প্রতিষ্ঠানে ট্রাউজারের ব্যবসা করেন। তিনি অন্য সহযোগীদের সঙ্গে ট্রাউজার ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিলেন।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ (রোববার) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!