ইউএসটিসির পঞ্চম সমাবর্তন হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্ৰে

রাজধানীর ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্ৰে’ অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি)-এর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান।

শনিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউএসটিসির ভাইস চ্যান্সেলর ড. জাহাঙ্গীর আলম।

আগামী ১৫ মার্চ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা থাকবেন ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এখওয়ান তোরিমান।

বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে দুই হাজারের বেশি বিদেশি (বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ, সৌদি-আরব, আরব-আমিরাত) ছাত্রছাত্রীসহ ৯ হাজার ১৪২ জন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী অংশ নেবেন।

প্রসঙ্গত, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) প্রতিষ্ঠিত করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসাবিজ্ঞানী জাতীয় অধ্যাপক প্রয়াত ডা. নুরুল ইসলাম

আরএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!