আফগানিস্তানে হঠাৎ বন্যা, মুহূর্তেই লাশ ৩৩

আফগানিস্তানে হঠাৎ বন্যায় মুহূর্তেই লাশ হয়েছেন অন্তত ৩৩ জন। আহত হয়েছেন আরও ২৭ জন।

আল জাজিরা বলছে, মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিতে শত শত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের ঘটনা বেশিরভাগই ঘটেছে বাড়ির ছাদ ধসে পড়ার কারণে।

আফগানিস্তান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জনান সায়েক বলেন, শুক্রবার (১২ এপ্রিল) থেকে বৃষ্টির কারণে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এতে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে। প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ছাদ ধসে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। ২০০ গবাদিপশু মারা গেছে। বন্যায় ভেসে গেছে প্রায় ৮০০ হেক্টর  কৃষি জমির ফসল।

এদিকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার। দেশটির বেশিরভাগ প্রদেশে আরও বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

গত বছর জাতিসংঘ সতর্ক করেছিল, বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে আফগানিস্তানের আবহাওয়া।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!