জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলা ছাত্রলীগ তিনদিনের কর্মসূচি পালন করছে।
কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (১৬ আগস্ট) উপজেলার বিভিন্ন বাজারে ২০০ জন অসহায় ও গৃহহীন মানুষের মাঝে খাবার বিতরণ করেছে তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা ও সদস্য নাজমুল হোসেন মুন্না প্রমুখ।
আরও পড়ুন: ফ্রি অক্সিজেনসেবা নিয়ে ‘মিরসরাই বন্ধুর বন্ধন’র যাত্রা শুরু
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা তিনদিনব্যাপী কর্মসূচি পালন করছি। আজ দ্বিতীয় দিন উপজেলার বড়দারোগারহাট থেকে করেরহাট বাজারে ২০০ জন অসহায় ও গৃহহীন মানুষকে দুপুরের খাবার বিতরণ করেছি। ৩য় দিনের কর্মসূচিতে রয়েছে দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।