বর্ষা মৌসুমে সীতাকুণ্ডের সলিমপুরে পাহাড়ধস নতুন কোনো ঘটনা নয়। মৃত্যুঝুঁকি থাকা সত্ত্বেও এখানকার বাসিন্দাদের অন্যত্র সরানো যাচ্ছে না।
শুক্রবার (২ জুলাই) সলিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সমদ্দরপাড়ার দুটি স্পটে পাহাড়ধসের ঘটনা ঘটে। তবে মাটি খালি জায়গায় পড়ায় কেউ হতাহত হননি।
খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও শাহাদাত হোসেন বলেন, সকালে সলিমপুর ইউনিয়নের সমদ্দরপাড়া এলাকায় দুটি স্পটে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে খালি জায়গায় পাহাড় ধসে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের পাহাড়ে বসবাস করা মানুষদের দ্রুত নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দেন।
সালাউদ্দিন/ডিসি