মেসার্স সাইব স্টিল রি-রোলিং মিলসের প্রোপাইটর ও গ্যারান্টারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সিটি ব্যাংক খাতুনগঞ্জ শাখার দায়ের করা মামলায় প্রোপাইটর ইসরাত জাহান মনি ও গ্যারান্টার মো. সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ৫ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
অর্থঋণ আদালতে সেরেস্তাদার মো. মুক্তাদির মাওলা বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ব্যাংকের ১০ কোটি টাকা মেরে পার পাচ্ছেন না বাগদাদ গ্রুপের ৪ মালিক
আদালত সূত্রে জানা যায়, সিটি ব্যাংক ঋণখেলাপির বিরুদ্ধে ৮ কোটি ১৩ লাখ ৪৪ হাজার ৯৯৮ টাকার জন্য অর্থঋণ মামলা দায়ের করেন। মামলার রায় ব্যাংকেরর পক্ষে যায়।
রায়ের টাকা আদায়ের জন্য সুদসহ ৯ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ১৩৮ টাকার অর্থঋণ জারি মামলা দায়ের করে ব্যাংক। জারি মামলায় আসামিপক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বহুবার সময়ের আবেদন করেন। ৫ অক্টোবর শুনানি শেষে আসামিপক্ষের সময়ের আবেদন নামঞ্জুর করা হয়।
আরও পড়ুন: ‘ইলিয়াস ব্রাদার্স’—বাবার সুনাম ‘শেষ’ ছেলে সামসুর হাতেই, ধরার আদেশ ৫ পরিচালককে
২০১৫ সালের ২৭ আগস্ট সিটি ব্যাংকের করা দরখাস্তের পরিপ্রেক্ষিতে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আলোকিত চট্টগ্রাম