সংঘর্ষ হলো অটোরিকশা—পিকআপের, প্রাণ গেল ইমামের

হাটহাজারীতে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. হারুন (৩৫) নামে এক ইমাম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চারিয়াবাজারের বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর জেলার বাসিন্দা মো. হারুন (৩৫) বুড়ি পুকুর জামে মসজিদের ইমাম ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন- মো. সুলতান (৩০) ও চারিয়া এলাকার আলী আজম (২৫) ।

আরও পড়ুন: সড়কে পড়ে ছিলেন আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা গেছে, চারিয়াবাজার এলাকায় অটোরিকশার সঙ্গে ওষুধ কোম্পানির একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হারুনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm