শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে। করোনাকালীন দীর্ঘসময় ধরে বন্ধ ছিল বিমান চলাচল।
মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার বিষয়ে নির্দেশনা দিয়েছে।
আরও পড়ুন: ‘চুরির হাট’ ইপিজেড টু বিমানবন্দর সড়ক, ভাগ বসান পুলিশের সোর্স
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, মঙ্গলবার (আজ) থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি। তবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর এটা নির্ভর করছে। তবে এয়ার বাবল ফ্লাইট চলবে না।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট অপারেট করতে হবে। আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।