লকডাউন অমান্য করায় ১৩ ব্যক্তিকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জুলাই) নগরে চসিক ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নগরের জুবিলী রোড, এনায়েত বাজার, মোমিন রোড, জামালখান, চট্টগ্রাম কলেজ রোড, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ মোড়, সুগন্ধা আবাসিক এলাকা, ও আর নিজাম রোড ও কেবি ফজলুল কাদের রোড এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ ব্যক্তির বিরুদ্ধে ১৩ মামলায় ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
এই সময় পথচারীদের মাস্ক বিতরণ এবং করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত চট্টগ্রাম