বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া লকডাউন শেষ হবে পরশু বুধবার (৭ জুলাই) মধ্যরাতে। তবে লকডাউন নিয়ে নতুন ঘোষণা আসতে পারে আজ সোমবার (৫ জুলাই) কিংবা কাল মঙ্গলবার (৬ জুলাই)।
করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি লকডাউন আরও এক সপ্তাহ বাড়াতে সরকারকে পরামর্শ দিয়েছে। এ বিষয়ে আজ কিংবা কালকের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে।
প্রসঙ্গত, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় আগের বিধিনিষেধের সঙ্গে নতুন কিছু শর্ত যোগ করে সোমবার (২৮ জুন) থেকে তিনদিনের লকডাউন জারি করা হয়। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে জারি করা হয় এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’।
আলোকিত চট্টগ্রাম