রাঙ্গুনিয়া হাসপাতালে পুরোদিন পরিচ্ছন্নতা অভিযান চালাল পার্কভিউ

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পার্কভিউ হাসপাতালের মানবিক টিম।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কর্মসূচির উদ্বোধন করেন তরুণ আওয়ামী লীগ নেতা ও হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি সিরাজুল করিম বিপ্লব।

তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিস্কার-পরিচ্ছন্ন থাকলে রোগবালাই কম হয়। তাই হাসপাতালের প্রতিটি অংশ অবশ্যই পরিস্কার রাখতে হবে।

আরও পড়ুন : পার্কভিউ হাসপাতাল—’বিনা খরচে’ ৪ ঘণ্টার অপারেশন, পঙ্গুত্বকে জয় করলেন এতিম যুবক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এবং পার্কভিউ হাসপাতালের মানবিক টিমের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়েছে।

রাঙ্গুনিয়া

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ফ্লোর, সিঁড়ি, টয়লেটসহ সবকিছু পরিস্কার করা হয়।

কর্মসূচিতে অংশ নেন পার্কভিউ হাসপাতালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, নেজাম পাটোয়ারী, দিদার মাহমুদ অনিক, হাউজকিপিং ডিপার্টমেন্টের আবু আহমেদ, সাইফুল ইসলাম ও আরিফুল ইসলাম।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm