চট্টগ্রাম নগরের সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাবের মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, পবিত্র হাফেজে কোরআন ও এতিমদের ঈদ উপহার এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. মোস্তাক হোসাইন।
ক্লাব সেক্রেটারি ও প্রজেক্ট আহ্বায়ক ইঞ্জি. আতহার শিহাব জাকী ও প্রজেক্ট সদস্য সচিব লোকমান হাকিমেরর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ এবং শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি।
আরও পড়ুন : রমজানে সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ পড়ার আহ্বান
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শাহনেওয়াজ রিটন, পার্কভিউ হাসপাতালের পরিচালক ফয়সাল মো. ইউনুস, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি আবু তালেব, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইঞ্জি. ড. নুর্শেদুল মামুন ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস।
অনুষ্ঠানের শুরুতে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বন্দরটিলা আলী শাহ কেন্দ্রীয় মসজিদের খতিব মওলানা মহিউদ্দিন মাহবুব ও ন্যাশনাল ইংলিশ স্কুল চট্টগ্রাম’র অধ্যক্ষ মো. আসাদ উল্লাহ আদিল।
আলোকিত চট্টগ্রাম