ময়লায় ভরপুর—সাতকানিয়ার হোটেল মেহফিল, আল ঈশান ও ইনশাআল্লাহের কাঁধে জরিমানা

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার কেরানীহাটে বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে মেহফিলকে ১ লাখ, আল-ঈশানকে ৫০ হাজার ও ইনশাআল্লাহ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম ও স্যানিটারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাতকানিয়া ইউএনও অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন কেরানীহাট এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করছে বলে অভিযোগ আসে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকালে ইউএনও মেহফিলকে ১ লাখ, আল-ঈশানকে ৫০ হাজার ও ইনশাআল্লাহ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও মো. নজরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার আইন অনুসারে ৩ রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!