হঠাৎ নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল ঢুকে গেল ট্রাকের চাকার নিচে

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মো. নুরুদ্দিন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় কর্ণফুলী সেতুর টোলবক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুদ্দিন বাকলিয়ার ওয়াইজেলপাড়া এলাকার গফুর চাঁদের বাড়ির মৃত মুন্সি মিয়ার ছেলে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলে মৃত্যু যুবকের, রক্তাক্ত সঙ্গী হাসপাতালে

জানা যায়, টোল প্লাজার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নুরুদ্দিন। এ সময় পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল নিয়ে শহরমুখী ট্রাকের নিচে ঢুকে পড়েন নুরুদ্দিন। এতে ঘটনাস্থলেই চাকায় পিষে মৃত্যু হয় তার।

Yakub Group

প্রত্যক্ষদর্শী মো. এরশাদ বলেন, সেতু এলাকার টোলবক্সের আগে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী। মোটরসাইকেলটি চট্টগ্রাম শহর থেকে আসছিল। দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি সেতু এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে চলে যায়।এ সময় আরোহী ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। চোখের সামনে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা খুবই দুঃখজনক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm