চট্টগ্রাম নগরে আবারো ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
এবার আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে ২ নম্বর গেট এলাকায় নিচে পড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
জানা যায়, আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে ২ নম্বর গেট এলাকা এক ব্যক্তি নিচে পড়ে গুরুতর আহত হন। পাঁচলাইশ থানা পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘন্টাখানেক পর মারা যান তিনি। নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
লাশ মর্গে রয়েছে বলে জানিয়েছে চমেক ফাঁড়ি পুলিশ।
প্রসঙ্গত, কিছুদিন আগে এই ফ্লাইওভার থেকে পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে সেটা দুর্ঘটনা নাকি হত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।