‘ভয়ঙ্কর’ ওমিক্রন আঘাতের প্রথম দিনেই চট্টগ্রামে করোনার হ্যাটট্রিক

বাংলাদেশে ঢুকে গেছে করোনার ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশে ওমিক্রন আঘাতের প্রথম দিনেই চট্টগ্রামে করোনার হ্যাটট্রিক হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩ জনের।

৬টি ল্যাবে ১ হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় হ্যাটট্রিক করোনা শরাক্ত হয়। তবে এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রোববার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫১৭ জনের নমুনা পরীক্ষায় ১জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আরও পড়ুন: ‘দুঃসংবাদ’౼বাংলাদেশে এসে গেছে ভয়ঙ্কর ‘ওমিক্রন’

পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ২১ শতাংশ। শনাক্ত সবাই নগরের বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো এক লাখ দুই হাজার ৪৬০ জন। এর মধ্যে নগরে ৭৪ হাজার ১৪০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২০ জন। মৃতের সংখ্যা আগের মতোই, ১ হাজার ৩৩১ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!