ভারতে ‘ভয়ঙ্কর হয়ে উঠেছে মহামারী করোনা। এ কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।
বৃহস্পতিবার (১০ জুন) এসব তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে।
এদিকে, ভারতের বিহারে করোনায় মৃত্যুর হার বেড়ে ৭২.৮৪ শতাংশ।
আলোকিত চট্টগ্রাম