ব্যাংকের সঙ্গে প্রতারণা করে মামলার জালে চট্টগ্রামের ব্যবসায়ী মোস্তাফিজুর

ব্যবসার জন্য ব্যাংক থেকে ২০৯ কোটি টাকার বিনিয়োগ সুবিধা নেন চট্টগ্রামের এম আর ট্রেডিং করপোরেশনের মালিক। তবে সেই দেনা পরিশোধে লেনদেনের বিনিময়ে চেক দিলেও তা ডিজঅনার হয়। ফলে আইনের ধারায় এটি চেক প্রতারণার সামিল বলে গণ্য হয়। এ ঘটনায় ফাস্ট সিকিউরিটি ব্যাংক বিবাদীর বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ১ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা করা হয়। এসময় ব্যাংকের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা (এফএভিপি) মো. ফোরকান চৌধুরীর জবানবন্দি নিয়ে শুনানি করেন।

আরও পড়ুন : ব্যাংকের ‘ম্যানেজার’ হয়েও প্রতারণা, ২১ বছর টানতে হবে জেলের ঘানি

মামলার বিবাদী মোস্তাফিজুর রহমান (৪২) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লক্ষীপুর গ্রামের আতর আলী বাড়ির নুরুল আমিন চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী গাউছিয়া মার্কেটের এমআর ট্রেডিং করপোরেশনের মালিক।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান আলোকিত চট্টগ্রামকে বলেন, ২০১০ সালে পুরাতন জাহাজের স্ক্র্যাপ ব্যবসার জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখা থেকে বিনিয়োগ সুবিধা গ্রহণসহ নিয়মিত বিনিয়োগ সুবিধা ভোগ করেন ব্যবসায়ী মোস্তাফিজুর। তবে ব্যাংক থেকে নেওয়া বিনিয়োগের অর্থ লভ্যাংশসহ সময়মত ফেরত না দিয়ে খেলাপি গ্রাহকে পরিণত হন তিনি। ব্যাংকের বিনিয়োগের অর্থ পরিশোধের জন্য একাধিক চেক দিলেও সেগুলো ডিজঅনার হয়।

তিনি আরও বলেন, এরপর এনআই এ্যাক্টের বিধান অনুযায়ী লিগ্যাল নোটিশ ও তলব করা হলে তিনি অর্থ পরিশোধ করেননি। গত ১৪ বছরে অর্থ পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করা হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm