আনোয়ারায় অটোরিকশার ধাক্কা হাজী মোহাম্মদ আলী (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনোয়ারা-বরকল সড়কের সৈয়দকুচিয়া এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান তিনি।
আরও পড়ুন : সড়কে পড়ে ছিলেন আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
নিহত আলী বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামের মৃত খুইল্লা মিয়ার ছেলে। তিনি রড-সিমেন্টের ব্যবসা করতেন। তার পরিবারে স্ত্রী ও ৫ পুত্রসন্তান রয়েছে।
নিহতের মেজ ছেলে মো. জামশেদ বলেন, দুর্ঘটনার পর চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে আমার বাবার মৃত্যু হয়। বুধবার আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।