বোতলবন্দী সেই ৭ পদ্মগোখরো ছেড়ে দেওয়া হলো বনে

রাউজানে উদ্ধার হওয়া সেই ৭ পদ্মগোখরো বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বনে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন: মেম্বারের ঘরে ঘুরছিল ৮ পদ্মগোখরা!

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে দক্ষিণ হিংগলায় মাওলানা আবু বক্কর সিদিক্কীর ঘরে লুকিয়ে ছিল ৭ পদ্মগোখরো। এরপর আবু বক্কর সিদ্দিকির ছেলে মাওলানা হাসান সাপের বাচ্চাগুলো ধরে বোতলবন্দী করেন।

বিষয়টি জানানো হয় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগকে। তিনি ফোন করে বন কর্মকর্তা আইয়ুব আলীকে জানান। পরে আইয়ুব আলী সাপগুলো নিয়ে যান এবং কর্মচারীদের সহায়তায় বনে অবমুক্ত করেন।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm