নগরের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটক আমিরুল ইসলাম মামুন পাবনা জেলার আতাইকুলা থানার সাড়দিয়া এলাকার মৃত হাকিম উদ্দিন শেখের ছেলে।
আরও পড়ুন: কক্সবাজার থেকে ইয়াবা কিনে প্রাইভেট কারে ঢাকা যাচ্ছিল দুই যুবক
এ বিষয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক ব্যক্তি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছেন। এ খবরে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসকে থামানো হয়। পরে বাস থেকে এক ব্যক্তিকে আটক করি। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।