আইস ফ্যাক্টরি রোডে হঠাৎ ধসে পড়ল দেয়াল, মুহূর্তেই লাশ যুবক

নগরের কোতোয়ালী থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় একটি টায়ারের গুদাম ঘরের দেয়াল ধসে জয় শর্মা ওরফে সনাতন (২৮) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আইস ফ্যাক্টরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : বন্দরে হঠাৎ দেয়াল ধসে ২ জন রক্তাক্ত—গুড়িয়ে গেল ৪ দোকান

নিহত জয় রাঙ্গুনিয়ার ধামাইরহাট এলাকার সন্তোষ কুমারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, শাহাবুদ্দিনের মালিকানাধীন টায়ারের একটি গুদাম ঘরে ট্রাক থেকে পণ্য খালাস করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে। এ সময় জয় শর্মা গুদাম ঘরের ভেতরে ছিলেন। দেয়ালচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm