পুলিশের জালে ২ তরুণ চোর, চুরি হওয়া মালামাল উদ্ধার

নগরে দুই তরুণ চোরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ।

সোমবার (৩০ আগস্ট) সকালে হালিশহর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তারা হলেন- অনিক (২২) ও জীবন (২২)।

আরও পড়ুন: ‘পুলিশের নতুন আবিষ্কার’ ভয়ঙ্কর এক কোটিপতি চোর

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট ভোরে হালিশহরের একটি বাসায় ঢুকে নগদ টাকা, মোবাইল, ল্যাপটপসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায় চোর। পরে থানায় করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ টাকা এবং চোরাই মালামালসহ তাদের আটক করা হয়।

হালিশহর থানার এসআই মো. মহসীন আলোকিত চট্টগ্রামকে বলেন, হালিশহর এলাকা থেকে চুরির মালামালসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করি। পরে তাদের কাছ থেকে চুরির নগদ ৫৪ হাজার টাকা, দুটি মোবাইল ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm