‘চোরের কাণ্ড’—কালীমন্দির থেকে কল্পতরু, বাদ যায়নি সাধুবাবাও

লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নে এক রাতে তিন মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুবৃর্ত্তরা মন্দিরের প্রতিমার স্বর্ণের চেইন, আংটি ও দানবাক্সের টাকা চুরি করে নিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এসব চুরির ঘটনা ঘটে বলে জানান বড়হাতিয়া ইউপি সদস্য সুনিল সরকার।

জানা যায়, লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়া ১ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া শ্রীশ্রী সর্বমঙ্গলা কেন্দ্রীয় কালী মন্দিরের দুটি গ্রিলের তালা কেটে গভীর রাতে চোরের দল প্রবেশ করে। এরপর প্রতিমার গলায় থাকা দুটি স্বর্ণের চেইন, দুটি আংটিসহ প্রণামী বক্স ভেঙে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া একই গ্রামের হাঁছিরাম সাধুবাবা আশ্রমের প্রণামী বক্স থেকে ৫০ হাজার টাকা এবং বণিকপাড়া তপবন কল্পতরু রক্ষা কালি মন্দিরের প্রণামী বক্স থেকেও প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। চুরির ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু জানান, ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা দুঃখজনক । চুরির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সাত্তার/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm