পার্কভিউ হাসপাতালে পোস্ট কোভিড রিহেভিলিটেশন বৈজ্ঞানিক সেমিনার

পার্কভিউ হাসপাতালে পোস্ট কোভিড-১৯ রিহেভিলিটেশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

প্রধান বক্তা ছিলেন সহকারী অধ্যাপক ডা. মো. আহসানুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।

পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হকের সভাপতিত্বে অতিথি ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক আবু তছলিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাখাওয়াত হোসেন।

আরও পড়ুন : পার্কভিউ হাসপাতাল—’বিনা খরচে’ ৪ ঘণ্টার অপারেশন, পঙ্গুত্বকে জয় করলেন এতিম যুবক

Yakub Group

স্বাগত বক্তব্য দেন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

তিনি বলেন, কোভিড পরবর্তী অবশ্যই একজন রোগীকে নিয়মিত ফলোআপে থাকতে হবে। এজন্য বিশেষ ভূমিকা পালন করে ফিজিওথেরাপি। এতে রোগীর শ্বাসকষ্ট হবে না, বুক পরিস্কার থাকবে। করোনার শুরু থেকে পার্কভিউ হাসপাতাল রোগীদের চিকিৎসা করে যাচ্ছে। করোনা পরবর্তী যেন রোগীরা ভাল চিকিৎসা পায় সেজন্য আমাদের কনসালটেন্টগণ নিয়মিত চেষ্টা করে যাচ্ছে। পার্কভিউতে বিশ্বের আধুনিক যন্ত্র সম্বলিত ফিজিওথেরাপি সেন্টার সেটআপ করা হয়েছে। যা ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট দিয়ে পরিচালিত হয়।

সেমিনারে প্রশ্নোত্তর পর্বে ডাক্তারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

পার্কভিউ হাসপাতালের কনসালটেন্টগণ, চিটাগাং মেডিকেল, ইউএসটিসি, বিজিসি ট্রাস্টসহ বিভিন্ন হাসপাতাল থেকে প্রায় ১৫০ জন ডাক্তার উপস্থিত ছিলেন সেমিনারে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm