পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে ম্যামোগ্রাফির উদ্বোধন হয়েছে। এ নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনারও অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৪ ডিসেম্বর)।
সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শেফাতুজ্জাহান, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সার্জারি বিশেষজ্ঞ ডা. নাজমা মাহবুব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের রেডিওলজিও ইমেজিং বিশেষজ্ঞ ডা. উম্মে হানি।
আরও পড়ুন : পার্কভিউ হাসপাতালে পোস্ট কোভিড রিহেভিলিটেশন বৈজ্ঞানিক সেমিনার
সেমিনারে সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। মডারেটর ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম।
প্যানেল অফ এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. খন্দকার একে আজাদ, বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনোয়ারুল হক এবং প্রফেসর ডা. এমআর খান।
বক্তারা সেমিনারে স্তন ক্যান্সার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া রোগ নির্ণয় এবং নিরাময়ে বিভিন্ন পরামর্শ দেন।
স্তন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সচেতন করা এবং যথাযথ চিকিৎসা সহায়তা নিয়ে রোগী দেখার বিষয়ে একমত পোষণ করেন বক্তারা।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অভিজ্ঞরা আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে প্রায় ১৫০ জন কনসালটেন্ট ও পার্কভিউ হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।