পটিয়ায় চলাচলের রাস্তার জায়গার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় ৬ জন রক্তাক্ত হয়েছেন।
রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের পশ্চিম বানীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. সাইফ (১৫), মো. আবদুর রহিম (২২), আজিজুল হক নয়ন (২৫), মো. ইউনুস (৫২), হাফছা খানম (৩১) ও সাজিয়া সুলতানা (৩৩)।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেলেও গুরতর আহত মো. ইউনুস চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাফছা খানম বলেন, বিরোধপূর্ণ চলাচলের রাস্তাকে কেন্দ্র করে আমাদের ওপর প্রতিপক্ষ দিদারুল আলম ও তার লোকজন দফায় দফায় হামলা-ভাংচুর করে দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করে আসছে। সম্প্রতি সেই জায়গা নিয়ে প্রতিপক্ষ আদালতে মিস মামলা করে। আজ সেই মিস মামলার সরেজমিন তদন্তের জন্য ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এলে তাদের উপস্থিতিতেই আমাদের ওপর দিদার বাহিনী সশস্ত্র হামলা-ভাংচুর চালিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাটি শুনে তদন্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি আমাকে জানানোর জন্য বলেছি। যেহেতু বিরোধপূর্ণ জায়গাটি আদালতের তদন্তাধীন রয়েছে, সেহেতু সব বিষয় পর্যেবক্ষণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না।
কেএ/আলোকিত চট্টগ্রাম
