৫ অস্ত্র সঙ্গে নিয়ে র‌্যাব ধরল দুর্ধর্ষ সন্ত্রাসী নুমাইত্যাকে

বাঁশখালীর দুর্ধর্ষ সন্ত্রাসী ও ১৪ মামলার আসামি নুর মোহাম্মদ (৩৮) প্রকাশ নুমাইত্যাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সরল ইউনিয়নের হাজিরখিল গ্রামের বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে তিনটি একনলা বন্দুক ও দুটি দেশি এলজিসহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নুর মোহাম্মদ হাজিরখিল গ্রামের মৃত শামসুল আলম প্রকাশ শামসুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: ১২ কোটি টাকার ইয়াবা নিয়ে একসঙ্গেই ১৪ মাদক ব্যবসায়ী ধরল র‌্যাব

এদিকে র‌্যাবের জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার (৭ অক্টোবর) তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। র‌্যাবের ডিএডি শেখ আলমগীর কবির বাদি হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।

র‌্যাবের ডিএডি শেখ আলমগীর কবির আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী নুর মোহাম্মদ প্রকাশ নুমাইত্যাকে সরল ইউনিয়নের উপকূলীয় হাজিরখিলের বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, দস্যুতা, ডাকাতি, অপহরণ, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধে কমপক্ষে ১৪টি মামলা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার এসআই মো. আক্তার হোসাইন বলেন, র‌্যাব বাদি হয়ে নুর মোহাম্মদ প্রকাশ নুমাইত্যার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

উজ্জ্বল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!