চট্টগ্রামের হাটহাজারীতে এক ডেন্টিস্টের (দন্ত চিকিৎসক) বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠেছে এলাকায়।
সোমবার (১৯ জুলাই) দুপুরে হাটহাজারী থানার বি ডেন্টাল কেয়ার নামক চেম্বারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দন্ত চিকিৎসকের নাম বিধান কান্তি দে। তার বিরুদ্ধে রয়েছে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ।
শিক্ষার্থীর অভিযোগ, দাঁতের সমস্যা নিয়ে সোমবার দুপুরে ডেন্টিস্ট বিধান রায়ের চেম্বারে যান তিনি। চেকআপের একপর্যায়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ডা. বিধান। ওই শিক্ষার্থী তাকে বাধা দিলে বলেন, দাঁত ও মাড়ির যে সমস্যা তার চেকআপের জন্য শরীরের সব জায়গায় দেখতে হয়। পরে ভুক্তভোগী ফি দিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়েন।
এদিকে ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হয়। অভিযুক্ত বিধান রায় প্রথমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বললেও পরে অভিযোগের সত্যতা স্বীকার করে শিক্ষার্থীর কাছে ক্ষমা চান।
জানা গেছে, দীর্ঘ ৩৮ বছর ধরে হাটহাজারী মডেল থানার দক্ষিণ পূর্বে আলী মার্কেটে এ ব্যবসা করে আসছেন ডেন্টিস্ট বিধান। কিন্তু এমবিবিএস কিংবা বিডিএস না হয়েও নামের আগে ডা. লিখে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডেন্টিস্ট বিধান রায় সদুত্তর দিতে পারেননি। পরে ঘটনার দোষ স্বীকার করে তিনি বলেন, ‘আমি ভুল করেছি। মেয়েটির কাছে ক্ষমা চেয়েছি।’
ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে থানায় অভিযোগ করার বিষয়ে জানতে চাইলে তিনি করবেন না বলে জানান।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন বলেন, ‘এমবিবিএস কিংবা বিডিএস না হলে কেউ ডা. লিখতে পারবেন না। তারা ডেন্টিস্ট লিখতে পারবেন।’
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, ‘বিষয়টা শুনেছি। এটি এখন ভিকটিমের ওপর নির্ভর করছে। উনি চাইলে থানায় অভিযোগ করতে পারেন।’
নামের আগে ডা. লেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
মনসুর/আরবি