ট্রাকের ধাক্কায় যুবক লাশ, স্ত্রী-সন্তানসহ রক্তাক্ত ৪

রাঙ্গুনিয়ায় ইটবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কাপ্তাই সড়কে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কিরণ দে। তিনি নগরের চান্দগাঁও মোহরা এলাকার অতুল দের (৫০) ছেলে। পরিবার নিয়ে পটিয়ায় থাকতেন তিনি। আহতরা হলেন— নিহতের স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) ও অটোরিকশা চালক মো. তারেক (৩০)।

আরও পড়ুন : উখিয়ায় বাসের চাকায় লাশ ২ তরুণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে রাঙামাটি থেকে ফেরার পথে ইছাখালী ভূমি অফিস এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা চালকসহ গাড়িতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কিরন দেকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিই জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm