টিকা নিয়ে চিন্তা করতে হবে না : তথ্যমন্ত্রী

দেশে প্রায় ৯ কোটি টিকা মজুদ আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শেখ রাসেল চত্বরে ওমিক্রনের সংক্রমণ সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অসহায় শীতার্তদের কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রায় ৪০০ মানুষকে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন: খেলোয়াড়েরা টিকা না নেওয়ায় বাতিল হয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩১ কোটি টিকা এসেছে। এরমধ্যে এখনো মজুদ আছে ৯ কোটি। এ নিয়ে কারো চিন্তা করতে হবে না, সবাই টিকা নিতে পারবে। তবে সবার আগে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, নিকটস্থ টিকাকেন্দ্রে এনআইডি কার্ড এবং মোবাইল নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। এখন আর আগের মতো রেজিস্ট্রেশন করার দরকার নেই। তবে ঘর থেকে বাইরে যাওয়ার সময় সবাইকে অবশ্যই মাস্ক পড়তে হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!